ক্রীড়া প্রতিবেদক | ঢাকা | প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও আলোচনায়। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরের সময় টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল তার শেষ ম্যাচ, আর মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি।
তবে এবার নতুন এক তথ্য জানালেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। জানালেন, এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।
এক সাক্ষাৎকারে সাকিব বলেন,
“সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।”
নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি দেশের মাটিতেই খেলতে চান এই তারকা ক্রিকেটার। বিশেষ করে মিরপুরে শেষবার ব্যাট হাতে মাঠে নামার স্বপ্ন দেখেন তিনি।
সাকিব বলেন,
“হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।”
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এই অলরাউন্ডার ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সব ফরম্যাটে দলের ভরসা হয়ে খেলেছেন। এখন প্রশ্ন একটাই—আবার কি দেখা যাবে সাকিবকে লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে?
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে