নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার সকাল ১১টায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, “আমরা এখনো নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে আগুনের উৎপত্তি হয়েছে কার্গো ভিলেজের ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে। বিষয়টি তদন্তাধীন এবং একাধিক সংস্থা তা নিয়ে কাজ করছে। তদন্ত শেষ হলেই আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে।”
অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে উল্লেখ করে তিনি আরও জানান, “ঘটনার সময় মোট ১৫টি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে ডাইভার্ট করা হয়। বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছে। তবে আটকে পড়া যাত্রীদের সবাইকে পরদিন বিকেল ৪টার মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।”
এদিকে, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বেসরকারি বিমান সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) এক বিবৃতিতে বলা হয়, “কার্গো ভিলেজে ঘটে যাওয়া এই ধরণের ঘটনা অনভিপ্রেত এবং কোনো পক্ষই এর দায় এড়াতে পারে না। নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরদার পদক্ষেপ প্রয়োজন।”
ঘটনার বিস্তারিত ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি কাজ করছে। রিপোর্ট জমা পড়ার পরেই নিশ্চিতভাবে জানা যাবে এ আগুন দুর্ঘটনা না কি কোনো গাফিলতির ফল।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে