রাজধানীর পূর্ব রামপুরার কমিশনার গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আমিনুল ইসলাম (২৮), মো. রাজন (২২) ও মো. আশরাফুল ইসলাম (৩০)। তারা রিকশায় কর্মস্থলে যাওয়ার পথে ৬-৭ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং ছুরিকাঘাত করে।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের হাতে বা কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।