বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার: ৮০ শতাংশ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারটি সম্প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম এবং ইউটিউবে এ নিয়ে ব্যাপক আলোচনা, প্রতিক্রিয়া ও বিশ্লেষণ লক্ষ্য করা গেছে।

এ নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম (এসপিএফ)। শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসপিএফ জানিয়েছে, তাদের গবেষণায় অংশ নেওয়া নেটিজেনদের ৮০.৩২ শতাংশ সাক্ষাৎকারটিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। এর বিপরীতে ৮.২৩ শতাংশ দিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া এবং ১১.৪৫ শতাংশ ছিলেন নিরপেক্ষ

গবেষণা অনুযায়ী, সাক্ষাৎকারটি প্রচারের পর তারেক রহমান, জনতার নেতা, দেশের ভবিষ্যৎ ইত্যাদি শব্দ-গুচ্ছ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। একইসঙ্গে গুগল সার্চে ‘Tarique Rahman’ শব্দটির আগ্রহ নাটকীয়ভাবে বাড়ে এবং ৬ অক্টোবর এ সংক্রান্ত অনুসন্ধান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

মিডিয়া বিশ্লেষণে আরও জানা যায়, সাক্ষাৎকার ঘিরে এখন পর্যন্ত ১৯৮টি সংবাদ প্রতিবেদন৪৯৩টি ভিডিও কনটেন্ট প্রকাশিত হয়েছে, যা সাক্ষাৎকারটির ব্যাপক প্রভাব এবং আলোচনার পরিধি বোঝায়। এসব কনটেন্ট ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল জুড়ে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফোরামের পরিচালক (প্রশাসন) ইঞ্জিনিয়ার আসিফ হোসাইন রচি বলেন, “তারেক রহমানের এই সাক্ষাৎকার জনগণের মাঝে রাজনৈতিক নতুন আস্থার সঞ্চার করেছে। মানুষ কেবল আগ্রহীই নয়, তার বক্তব্যে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনাও খুঁজে পাচ্ছে।”

এদিকে, ফোরামের গণসংযোগ পরিচালক মাহবুব নাহিদ বলেন, “সাক্ষাৎকারটি ছিল এক প্রজ্ঞাবান, সংযত ও দূরদর্শী নেতার রাষ্ট্রদর্শনের প্রতিফলন। জনসাধারণের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে, মানুষ এখনো নেতৃত্বে আস্থা রাখতে চায় এবং আশার রাজনীতি প্রত্যাশা করে।”

গবেষণা প্রতিবেদনটি স্পষ্ট করছে, রাজনৈতিক অঙ্গনে এখনো তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য নাম। তাঁর বক্তব্য শুধুই রাজনৈতিক বক্তব্য নয়, বরং অনেকের কাছে এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির সম্ভাব্য রূপরেখা হিসেবে দেখা দিয়েছে।

Check Also

জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করলেও এনসিপি রাজনীতি …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।