রাস্তা অবরোধ করা ‘বন্ধ করতে’ চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিদাওয়া আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণে আনতে চায় বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, বারবার সড়ক অবরোধে তারা ব্যস্ত হয়ে পড়লে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ব্যাহত হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত রোববার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে—অর্থাৎ গত আগস্ট পর্যন্ত—সারা দেশে ১ হাজার ৬০৪টি সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে সাধারণ জনগণের চরম দুর্ভোগের পাশাপাশি প্রশাসনিক চাপও বাড়ছে।

সভায় সুপারিশ আসে, বিভিন্ন দাবি আদায়ে রাস্তায় নেমে জনজীবন দুর্বিষহ না করে অংশীজনদের আগামী নির্বাচিত সরকারের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে উদ্বুদ্ধ করা উচিত।

ভবিষ্যতের প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপট
২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা, নির্বাচন কমিশন সহযোগিতা এবং সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য পুলিশসহ প্রশাসনের বিভিন্ন শাখাকে প্রস্তুত থাকতে হচ্ছে। তবে প্রতিদিনই কোনো না কোনো দাবিতে সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি বা মিছিলের কারণে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে বৈঠকে উঠে আসে।

বিশেষ করে, বেতন বৈষম্য, শিক্ষা জাতীয়করণ, চাকরি স্থায়ীকরণ, নিয়োগবিধি সংশোধনসহ নানা দাবিতে সরকারি-বেসরকারি শিক্ষক, চিকিৎসক, শ্রমিক ও অন্যান্য পেশাজীবীদের প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে সড়ক অবরোধ করতে দেখা যাচ্ছে।

পুলিশের কৌশলগত পরিবর্তন
পুলিশ সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ রোধে কঠোর হওয়ার পাশাপাশি তারা এখন বিকল্প কৌশল খতিয়ে দেখছে। এর মধ্যে নির্ধারিত স্থানে আন্দোলন সীমাবদ্ধ রাখা, সময়সীমা নির্ধারণ, মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি এবং দাবি আদায়ের গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে উদ্বুদ্ধ করাও রয়েছে।

জনস্বার্থে ভারসাম্য রক্ষা জরুরি
বিশ্লেষকরা বলছেন, মানুষের সাংবিধানিক অধিকার যেমন মিছিল-মিটিং করা, তেমনি জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের অধিকারও রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় করে চলতে হবে।

Check Also

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল নিয়ে বিরোধ থেকে শুরু হয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।