নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী অগ্নিকাণ্ডের ঘটনাকে বেদনাদায়ক উল্লেখ করে বলেন, “এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিএনপির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।” তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ী ৩ নম্বর সড়কে একটি সাততলা পোশাক কারখানায় এবং তার উল্টো পাশে রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাসে প্রাণহানির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিএনপি নেতার দাবি, অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, “নগর এলাকায় এভাবে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম থাকা অনৈতিক ও অবৈধ। এটি প্রশাসনিক ব্যর্থতা।”
ঘটনার পর রাতে বিএনপির নেতারা দলীয় একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দল সবসময় থাকবে।