রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
তালহা বিন জসিম জানান, মৃতদেহগুলো পোশাক কারখানা ভবন থেকেই উদ্ধার করা হয়েছে এবং সেগুলো আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের রাসায়নিক গুদামে থাকা বিপজ্জনক পদার্থ থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাসে এই হতাহতের ঘটনা ঘটেছে।
পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। পাশে থাকা গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক এবং হাইড্রোজেন পার–অক্সাইডসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক মজুত ছিল। গুদাম থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ও বিষাক্ত ধোঁয়া।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে। উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তালহা বিন জসিম আশঙ্কা প্রকাশ করে বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”