নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাস করতে হবে: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ‘জুলাই সনদ’ গণভোটের মাধ্যমে পাস করতে হবে—এ দাবি জানিয়েছে খেলাফত মজলিস। সংগঠনের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, “এই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নসহ ৬ দফা দাবি।’

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আহমদ আবদুল কাদের বলেন, “এই সনদ বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং দেশে চলমান ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচারের ব্যবস্থা করতে হবে।”

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। মানববন্ধন যৌথভাবে পরিচালনা করেন মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, আবদুল জলিল, মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজি নুর হোসেন, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, মল্লিক মোহাম্মদ কেতাব আলী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে সনদটি আইনগতভাবে গ্রহণযোগ্য রূপ দেওয়ার আহ্বান জানান তাঁরা।

Check Also

“নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না” — এনসিপিকে ফারুকের সতর্ক বার্তা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।