নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে এই বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারিক কাজের স্বচ্ছতা ও গতি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতির আদেশ অনুযায়ী বিজ্ঞপ্তিটি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী। নির্দেশনার ভিত্তি হিসেবে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের গত ৯ অক্টোবরের একটি স্মারকের উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট এলাকার ফৌজদারি মামলার অভিযোগ আমলে নেওয়া, বিচার কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন প্রক্রিয়াগত ও প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করে থাকেন।
একজন জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকে—মামলা আমলে গ্রহণ, পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা প্রদান, জামিন ও রিমান্ড শুনানি, বিভিন্ন বিশেষ আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা, অ্যাফিডেভিট গ্রহণসহ নানা ধরনের দায়িত্ব। এসব কারণে তারা বিচারিক কার্যক্রমে যথাযথভাবে মনোযোগ দিতে পারছেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতের কর্মব্যস্ততা বিবেচনায় বিচারিক কার্যক্রমের গতি আনতে এখন সময়ের দাবি হচ্ছে—সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা। এতে করে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
এ পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে যে, বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে কিছু আদালতকে শুধু বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এবং কিছু আদালতকে শুধু আমলি (প্রসেসিং) কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়ার গতি আনার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আইন সংশ্লিষ্ট মহল মনে করছে।
তথ্যসূত্র: সুপ্রিম কোর্ট