মনোহরগঞ্জে বেপরোয়া অটোরিকশা, দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রায় সব সড়কে এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখল। এসব যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে যানজট, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানায়, এসব অটোরিকশার চালকদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক ও অনভিজ্ঞ। মাত্র ৭–৮ বছরের শিশুরাও রাস্তায় অটোরিকশা চালাচ্ছে। এ কারণে পথচারীরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকিতে আছে।

উপজেলার বাজারগুলোর আশপাশে সরেজমিনে দেখা গেছে, প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চলছে অটোরিকশাগুলো। অনেক চালক সাউন্ড হর্ন ও উজ্জ্বল এলইডি লাইট লাগিয়ে চলাফেরা করছেন, যা শব্দ ও আলোর দুষণের পাশাপাশি দুর্ঘটনার কারণ হচ্ছে।

মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, “বাজারে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। কখন যে অটোরিকশা ধাক্কা দেয় বলা যায় না।”

পথচারী জয়নাল আবেদিন বলেন, “শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আতঙ্কে থাকে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, ম্যাজিস্ট্রেট না থাকায় সরাসরি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। চালকদের বয়স ও প্রশিক্ষণের ঘাটতিও সমস্যার মূল কারণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, “১৮ বছরের নিচে কাউকে দণ্ড দেওয়ার সুযোগ নেই। তবে আমরা সচেতনতা তৈরি করছি।”

Check Also

রফতানি-রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, দুই মাসে উদ্বৃত্ত ৪৮ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশে বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত হয়েছে ৪৮ কোটি ডলার, যা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।