তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

সারা দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে জাতীয়ভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) কর্মসূচির তৃতীয় দিন চলছে।

সকাল থেকেই বিভিন্ন স্কুলে গিয়ে শিশুরা এই টিকা নিচ্ছে। এই মাসব্যাপী কর্মসূচিতে প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

সরকার জানিয়েছে, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুলে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে এই টিকা দেওয়া হবে।

টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকলেও, যাদের জন্মনিবন্ধন নেই, তারাও ম্যানুয়ালি নিবন্ধন করে টিকা নিতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা এই টিকা গ্যাভির সহায়তায় পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টাইফয়েড এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এতে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

২০২১ সালে দেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ৮ হাজারের মতো মানুষের মৃত্যু হয়, যার বেশিরভাগই শিশু।

এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দেশের সব শিশু-কিশোরকে টাইফয়েডের হাত থেকে সুরক্ষা দেওয়া।

Check Also

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল নিয়ে বিরোধ থেকে শুরু হয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।