দীর্ঘদিন পর টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক আবারও পর্দায় ফিরছেন নতুন গল্প নিয়ে। প্রায় ১৬ বছর পর নিজের কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে একই সিনেমায় কাজ করছেন তিনি। নতুন ছবি ‘স্বার্থপর’ নামের এই সিনেমায় অভিনয় করছেন রঞ্জিত মল্লিক একজন আইনজীবীর চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপুর্ণা বসু।
রঞ্জিত মল্লিক জানিয়েছেন, আজকের বাংলা সিনেমাগুলো ভালো ব্যবসা করলেও সেগুলোতে ‘বাঙালিয়ানা’ বা ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়া কম। ‘স্বার্থপর’ সিনেমা অনেকদিন পর সেই বাঙালিয়ানার স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কলকাতার বিশাল বনেদি পরিবার যেমন ছিল, মল্লিকবাড়িও তেমনই ছিল। সেখানে একসঙ্গে বসবাসের ফলে ছোটখাট মতবিরোধ থাকলেও তা কখনো আদালতের দরজায় পৌঁছাত না। পারস্পরিক বিশ্বাস ও ধৈর্য ধরে সমস্যা মেটাতেন তারা। মল্লিকবাড়ি তাদের কাছে শুধু বাড়ি নয়, নিরাপত্তা ও হৃদয়ের উষ্ণতার প্রতীক।
‘স্বার্থপর’ ছবিতে রঞ্জিত-মল্লিক ও কোয়েলের সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনন্যা সেনসহ আরও অনেকে। আগামী ২১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমার মাধ্যমে বাংলার ঐতিহ্য ও পরিবারিক মূল্যবোধ তুলে ধরা হবে বলে আশাবাদী নির্মাতা ও শিল্পীরা।