📍 আন্তর্জাতিক ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
অবশেষে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন তিনি।
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বাগত জানানো হয়। লাল গালিচা সংবর্ধনা ও ট্রাম্পেট বাদ্যযন্ত্রে বাজানো সুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সিঁড়ি বেয়ে নামার পর তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করেন এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।
🤝 নেতানিয়াহুর সঙ্গে উষ্ণ সাক্ষাৎ
এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“নেতানিয়াহু এখন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। তিনি খুব ভালো কাজ করছেন। আমাদের মধ্যে কিছু মতবিরোধ ছিল, তবে সেগুলো আমরা দ্রুতই মিটিয়ে নিয়েছি।”
💬 দূতদের সঙ্গে সাক্ষাৎ
ইসরায়েল সফরের সময় ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন। কুশনার সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সফর কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং চলমান ইসরায়েল-গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিতও বহন করে।