চলতি ডিসেম্বরে বিপিএলের ১২তম আসর শুরু হওয়ার কথা থাকলেও সময় নিয়ে আপত্তি তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তারা টুর্নামেন্টে অংশ নিতে চায়, তবে পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকায় টুর্নামেন্ট পেছানোর শর্ত দিয়েছে আয়োজকদের কাছে।
বরিশালের মূল আপত্তি:
ফ্র্যাঞ্চাইজিটির দাবি, এত অল্প সময়ে—
- দল গঠন,
- খেলোয়াড় নিশ্চিতকরণ,
- লজিস্টিক প্রস্তুতি,
- অর্থসংস্থান ইত্যাদি প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বরিশাল মালিকের বক্তব্য:
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বলেন:
“আমি বলিনি আমরা খেলব না। আমি শুধু বলেছি, এত কম সময়ে একটি শক্তিশালী দলের পক্ষে প্রস্তুতি নেওয়া অসম্ভব। আমরা সময় বাড়ানোর অনুরোধ করেছি।”
তিনি আরও বলেন:
“আমরা চাইলে এপ্রিল বা মে মাসে বিপিএল আয়োজন করা যেতে পারে। শুধু আয়োজনের জন্য আয়োজন করলে তা কোনো কাজে আসবে না।”
বিসিবির প্রতিক্রিয়া:
বিসিবি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বরিশালের সময় পেছানোর অনুরোধ মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হবে কি না, তা এখন বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।