রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

প্রচারণার শেষ সময়কাল

রাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম ১৪ অক্টোবর রাত ১২টায় শেষ হবে। এর আগে, সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহনপুল, মার্কেট এলাকা, শহীদ মিনার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে দেখা গেছে প্রার্থীদের। ক্যাম্পাসের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা।

নির্বাচন ও ছুটি ঘোষণা

নির্বাচন উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এবারের নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১,৩০৫ এবং পুরুষ ভোটার ১৭,৫৯৬ জন।

প্রার্থী সংখ্যা ও পদ

রাকসু নির্বাচনে ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী।

ভিপি পদে: ১৮ জন

জিএস পদে: ১৩ জন

এজিএস পদে: ১৬ জন

এছাড়া ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন

হল সংসদের ১৫টি পদের জন্য ৫৯৭ জন প্রার্থী, ১৭টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ৫৮ জন।

ভোটগ্রহণ কেন্দ্র ও নির্বাচিত পদ

ভোটগ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে।
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন:

রাকসু: ২৩ জন

সিনেট ছাত্র প্রতিনিধি: ৫ জন

হল সংসদ: ৩১৭ জন

প্রসঙ্গত, ১৯৮৮ সালের পর এই প্রথম রাকসু নির্বাচন হতে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।