ঢাকা, ১৩ অক্টোবর:
দেশজুড়ে বর্ষার দীর্ঘ উপস্থিতির পর এবার শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি অক্টোবর মাসেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নিতে পারে। আর তার পরপরই দেশে শুরু হবে শীতের প্রস্তুতি, সঙ্গে থাকবে একাধিক মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা।
উত্তরে শীতের আগাম ছোঁয়া
উত্তরের জেলা পঞ্চগড়ে এরই মধ্যে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে সকালের পথঘাট। হালকা ঠাণ্ডা বাতাস বইছে, যা স্পষ্ট করছে—শীত আসছে সময়ের আগেই।
তিন মাসের পূর্বাভাসে শৈত্যপ্রবাহের ইঙ্গিত
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও রয়েছে
অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে ৩–৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১–২টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জনগণের জন্য সতর্কবার্তা
স্বাস্থ্য, কৃষি ও পরিবহন খাতে সম্ভাব্য প্রভাব বিবেচনায় সকলকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের শীতজনিত অসুস্থতা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।