টেস্ট ক্রিকেটে কে দেশের সেরা ব্যাটসম্যান—এই প্রশ্নের উত্তর খুঁজতে পরিসংখ্যানের আশ্রয় নিয়েছেন ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষক অনন্ত নারায়ন। ব্যাটিংয়ের চারটি মৌলিক মানদণ্ড বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে শীর্ষ ব্যাটসম্যানদের তালিকা। এতে বাংলাদেশ থেকে সবার ওপরে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম।
চারটি মানদণ্ড হচ্ছে:
- ক্যারিয়ারে মোট রান (সর্বোচ্চ ৪ পয়েন্ট)
- ব্যাটিং গড় (৩ পয়েন্ট)
- প্রতি টেস্টে গড় রান (২ পয়েন্ট)
- দলের মোট রানে অবদান (১ পয়েন্ট)
এই ১০ পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৪.১৯ পয়েন্ট পেয়েছেন মুশফিকুর রহিম। তাঁর মোট রান ৬৩২৮, গড় ৩৮.১২, এবং দলের রানে অবদান ০.৫৪ পয়েন্টের সমান।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল (৪.০৯ পয়েন্ট)। চারটি মানদণ্ডের তিনটিতেই এগিয়ে থাকলেও ক্যারিয়ারের মোট রান মুশফিকের চেয়ে কম হওয়ায় পিছিয়ে পড়েছেন সামান্য ব্যবধানে।
তৃতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। গড় এবং টেস্টপ্রতি রান—এই দুই মানদণ্ডে এগিয়ে থাকলেও, মোট রানে পিছিয়ে থাকায় তাঁর পয়েন্ট তুলনামূলক কম। তবে দলের রানে অবদান ঠিক মুশফিকের সমান—০.৫৪।
বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের মধ্যে মুশফিকই একমাত্র সক্রিয় টেস্ট ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন। তামিম ও সাকিব ইতোমধ্যেই টেস্টকে বিদায় জানিয়েছেন। ফলে ভবিষ্যতে মুশফিকের অবস্থান আরও সুদৃঢ় হতে পারে।
এই বিশ্লেষণে টেস্ট খেলুড়ে ১০টি দেশের সেরা ব্যাটসম্যানদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
যেমন—
- অস্ট্রেলিয়া: ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং
- ভারত: শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়
- ইংল্যান্ড: জো রুট, অ্যালিস্টার কুক
- শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা
- পাকিস্তান: ইউনিস খান
- দক্ষিণ আফ্রিকা: জ্যাক ক্যালিস
- ওয়েস্ট ইন্ডিজ: ব্রায়ান লারা
- নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন
- জিম্বাবুয়ে: অ্যান্ডি ফ্লাওয়ার
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচসংখ্যা কম হওয়ায় তাদের ব্যাটসম্যানদের এই তালিকায় রাখা হয়নি।