হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট: ১২ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় এই হামলা হয়।

জুলাই মাসে গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ বেলা ১১টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক শুরু হয়। চিফ প্রসিকিউটরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

তাজুল ইসলাম বলেন, “প্রসিকিউশনের যুক্তিতর্ক চলাকালে আমাদের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় এবং পেজটি কিছু সময়ের জন্য ডিজেবল করে দেওয়া হয়। পরে সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হই।”

তিনি বলেন, “এই হামলা প্রমাণ করে, তারা (হামলাকারীরা) আমাদের ভয় পায়। তারা চায় না বিশ্ববাসী তাদের অপরাধ জানুক।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “আমাদের বার্তা স্পষ্ট—অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীদের রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না।”

এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত বুধবার। আজ যুক্তিতর্কের প্রথম দিনে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করছে। মামলার তিন আসামির মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আগেই রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

Check Also

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নজিরবিহীন ফল বিপর্যয়ের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।