নিজস্ব প্রতিবেদক | খুলনা | ১১ অক্টোবর ২০২৫
খুলনার দিঘলিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি অবস্থায় শিশু জিসানের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মিলেছে প্রতিবেশী ফয়সালের বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া অবস্থায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল শেখ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, জিসানের বাবা মো. আলমগীর হোসেন স্থানীয় মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে কর্মরত। গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। খোঁজ না পেয়ে সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আলমগীর হোসেন।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ক্লু
ঘটনার তদন্তে পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ ক্লু—সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিখোঁজ হওয়ার আগে জিসানকে ফয়সালের সঙ্গে দেখা গেছে। এরপর ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জিসানকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
কি বলছে পুলিশ
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জিসান ও ফয়সাল বাড়ির গেটের আশপাশে ঘোরাঘুরি করছে। ফয়সালের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির উঠান খুঁড়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।”
হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানিয়ে ওসি বলেন, “ফয়সালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা যাচ্ছে না।”