খেলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সময় স্বল্পতার কারণে এবারের আসরে দল কমিয়ে ৫টিতে নামিয়ে আনতে চাইলেও ভেন্যু বাড়ানোর পরিকল্পনায় রয়েছে বোর্ড। ফলে এবার হয়তো আরও একটি নতুন ভেন্যু যুক্ত হতে পারে দেশের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগে।
জাতীয় নির্বাচন ও বিশ্বকাপের চাপে ছোট হচ্ছে উইন্ডো
২০২৫ সালের শেষদিকে জাতীয় নির্বাচন এবং ২০২৬ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। এক মাসের সীমিত সময়েই আয়োজন করতে হবে পুরো টুর্নামেন্ট। এ কারণে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা ৭ থেকে কমিয়ে ৫ করার চিন্তা করছে বোর্ড।
নতুন ভেন্যুর সম্ভাবনায় রাজশাহী-বরিশাল
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন,
“আমাদের যে উইন্ডোটা আছে, সেটি খুবই ছোট। তাই আমরা ৫ দলের বিপিএল আয়োজন করতে চাই। তবে ভবিষ্যতে ৬ বা ৭ দলেও যেতে পারি।”
ভেন্যু প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা ইতোমধ্যে একটি অতিরিক্ত ভেন্যু যুক্ত করার চিন্তা করেছি। আগামীকাল রাজশাহী স্টেডিয়াম পরিদর্শনে যাব। এরপর বরিশাল যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি নতুন একটি ভেন্যু যুক্ত হবে।”
নতুন মালিকানায় আসছে ফ্র্যাঞ্চাইজি
বিপিএলের আগামী আসর থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করা হয়েছে, যেগুলো হলো:
- বরিশাল
- চট্টগ্রাম
- কুমিল্লা
- ঢাকা
- খুলনা
- ময়মনসিংহ
- নোয়াখালী
- রাজশাহী
- রংপুর
- সিলেট
এই অঞ্চলগুলোর মধ্য থেকে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে যোগ্য আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে।
নতুন চমক হতে পারে নোয়াখালী
বিপিএলের নতুন সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আলোচনায় এসেছে নোয়াখালীর নাম। ক্রিকেটে তুলনামূলকভাবে নতুন হলেও বিপুল জনসমর্থন ও ব্যবসায়িক সম্ভাবনার কারণে নোয়াখালীকে যুক্ত করতে আগ্রহী বিসিবি।
সময়সীমা ছোট হলেও বিপিএলের প্রতি বিসিবির আগ্রহে ঘাটতি নেই। দল সংখ্যা কমলেও মাঠের লড়াই জমজমাট রাখতে ভেন্যু বাড়াতে চাইছে আয়োজকরা। নতুন ফ্র্যাঞ্চাইজির আগমনে এবং রাজশাহী বা বরিশালকে যুক্ত করলে এবারের বিপিএল দর্শকদের কাছে হতে পারে আরও আকর্ষণীয়।