“নির্বাচন করলে জিততাম, কোনো সন্দেহ নাই”: তামিম ইকবাল


🗓 প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দাবি করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নিলে সহজেই জয়ী হতেন। আজ বুধবার রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তামিম বলেন, “আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, আমার পক্ষে কোন টিম আছে, বিপক্ষে কোন টিম আছে… তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।”

তবে নিজের বিজয়ী হওয়ার আত্মবিশ্বাসের মাঝেও তামিম বারবার “স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার” ওপর গুরুত্বারোপ করেন। বলেন, ভোট পাওয়া তাঁর কাছে বড় বিষয় নয়, বরং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনই ছিল তাঁর প্রধান চাওয়া।


❖ কেন সরে দাঁড়ালেন তামিম?

বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তামিম। কিন্তু সরকারি হস্তক্ষেপ ও অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ তুলে ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত হওয়ায় তামিমসহ ১৬ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেন। যদিও পরবর্তীতে ক্লাবগুলো কাউন্সিলরশিপ ফিরে পায়।

তবে ততক্ষণে, তামিমরা নির্বাচনের মাঠ থেকে সরে গেছেন। এই প্রক্রিয়াকে ‘নির্বাচনের ফিক্সিং’ বলেও আখ্যা দেন তিনি।


❖ নির্বাচন নিয়ে অসন্তোষ

তামিম বলেন, “আপনি সত্যিই মনে করেন, ১৫টা ক্লাব থাকুক বা না থাকুক—আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য বাস ধরা বা না ধরা কখনো বিকল্প ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন হওয়া।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “আপনি ই–ভোটিং করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে আছেন। তাহলে ই–ভোটিং করার দরকার কী?” — যা থেকে বোঝা যায়, ই-ভোটিংয়ের স্বচ্ছতা নিয়েও তাঁর সন্দেহ রয়েছে।


❖ ঢাকার লিগ ও জেলা-ডিভিশন বর্জনের ঘোষণা

সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাব লিগসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেন ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের একটি পক্ষ, যারা বিসিবি নির্বাচনে অংশ নেয়নি।

তামিম বলেন, “এটা যাঁরা নির্বাচন করেছে তাঁদের চিন্তা করা উচিত ছিল, ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কি না।”


❖ বিসিবি সভাপতির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও আজকের সংবাদ সম্মেলনে তামিম ও তাঁর পক্ষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে দেশের ঘরোয়া ক্রিকেটে সামনে আরও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Check Also

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার: ৮০ শতাংশ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।