🗓 প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৮
বাগেরহাটের কচুয়া উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে যাত্রীবাহী বাসচাপায় আছাদুর রহমান (৩৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বাস ভাঙচুর করে। ফলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ৮টার দিকে কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকার সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কে। নিহত শিক্ষক আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা যায়, আছাদুর রহমান সকালে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দোলা পরিবহনের একটি দূরপাল্লার বাস তাঁকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। তিনি এক বছর আগে বিদ্যালয়টিতে যোগ দেন এবং সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
বিক্ষোভ ও যান চলাচল বন্ধ
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে আসে। তাঁরা বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে সাইনবোর্ড–বগী আঞ্চলিক সড়কে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কী বলছে পুলিশ?
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসচালক ও সহযোগী পালিয়ে গেছে। কাটাখালী হাইওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কুমার সাহা বলেন, “আছাদুর রহমান প্রতিদিনের মতো আজও মোটরসাইকেলে বিদ্যালয়ে আসছিলেন। কিন্তু পথে দুর্ঘটনার শিকার হয়ে আমাদের কাছ থেকে চিরবিদায় নিলেন। এটি আমাদের জন্য গভীর শোকের বিষয়।”