মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার | ঢাকা, ৮ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সম্প্রতি আরও কূটনৈতিক বৈঠক

এর আগে, রোববার (৫ অক্টোবর) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘ অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজর হুমা খান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ।

Check Also

ইনজুরিতে মারুফা, পরবর্তী ম্যাচে খেলা অনিশ্চিত

নারী বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মারুফা। ‍ছবি : সংগৃহীত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।