শোক, শ্রদ্ধা আর জিম্মিদের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার ইসরায়েলের তেল আবিবে পালিত হয়েছে হামাসের হামলার এক বছর পূর্তি। হামলার শিকার হওয়া নিহতদের স্মরণে হাজারো মানুষ জড়ো হন ‘হোস্টেজ স্কয়ার’ হিসেবে পরিচিত চত্বরে। প্রার্থনায় অংশ নিয়ে, ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বালন করে তাঁরা শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। একইসঙ্গে, গাজায় আটক থাকা জিম্মিদের অবিলম্বে মুক্ত করার আহ্বান জানান।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। এ হামলায় নিহত হন ১ হাজার ১০০ জনের বেশি ইসরায়েলি নাগরিক। হামাস যোদ্ধারা আরও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যায়।
হামলার প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় ব্যাপক পাল্টা হামলা চালায়, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই যুদ্ধের ফলে গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং অঞ্চলটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে।
তেল আবিবের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নিজেদের হারানো স্বজন ও পরিবার নিয়ে কথা বলেন। অনেকে জিম্মি থাকা প্রিয়জনদের ছবি ও পোস্টার বহন করেন। তাঁরা জোর দাবি জানান, অবশিষ্ট জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা আজ এখানে কেবল শোক করতে আসিনি, আমরা ন্যায়বিচার চাই, আমাদের প্রিয়জনদের মুক্তি চাই।”
এই কর্মসূচিতে রাজনৈতিক নেতারাও অংশ নেন এবং সরকারের পক্ষ থেকে জিম্মি মুক্তির প্রচেষ্টা জোরদারের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয় যেন তারা এই সংকটে মধ্যস্থতা করে।