“সৃজিতকে নিয়ে মুখ খুললেন মিথিলা”

পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে করে নতুন জীবনে পা রাখলেও অভিনেত্রী মিথিলাকে নিয়ে আলোচনা থামছে না। এক সময় এই দম্পতির সুখী সংসার ছিল অনেকের আলোচনার বিষয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।

সম্প্রতি শোনা যাচ্ছে, মিথিলা আর সৃজিত নাকি একসঙ্গে থাকছেন না। এই নিয়ে রীতিমতো গুঞ্জন চলছে—তাদের সম্পর্কে কি ফাটল ধরেছে?

এ নিয়ে সম্প্রতি একটি পডকাস্টে এসে খোলামেলা কথা বলেন মিথিলা। তার কিছু বক্তব্য আবার গুজবের আগুনে ঘি ঢেলে দেয়।

তিনি জানান, ‘গত বছরের জুলাই মাসের পর থেকে আমি আর কলকাতায় যাইনি। কারণ আমার ভিসা নেই।’

এই কথা শোনার পরই প্রশ্ন উঠতে থাকে—তবে কি সত্যিই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে?

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত এখনো তার স্বামী কি না। উত্তরে মিথিলা একটু কৌশলীভাবে বলেন, ‘এই কথা তো অনেকে বলছে, আমি কিছু বলতে চাই না।’ তবে তিনি জানান, এখনো তার পাসপোর্টে সৃজিতের নাম আছে।

এই পডকাস্টে প্রথমবার নিজের ব্যক্তিগত জীবনের অনেক অজানা দিক শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘ডক্টর’ উপাধি পাওয়ার পর এটি ছিল তার প্রথম এমন প্রকাশ্য উপস্থিতি।

Check Also

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে উত্তপ্ত সাতক্ষীরা, মহাসড়ক অবরোধে যানজট

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।