“কোক স্টুডিও বাংলায় এবার হাবিবের ‘জাদু’”

কোক স্টুডিও বাংলা মানেই নতুন চমক, নতুন আয়োজন। সিজন-৩ শুরুর পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল একটাই—জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘জাদু’- যেখানে থাকছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে কণ্ঠ মিলাবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।

গানটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোকস্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘ বিরতির পর গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে প্রকাশ পায় সিজন-৩ এর চতুর্থ গান। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুই গানই আলোচনায় এসেছে তুমুলভাবে। এবার ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন।

‘জাদু’ গানটি হাবিব ওয়াহিদের ২০০৬ সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’–এর দ্বিতীয় গান। এই অ্যালবামে সব মিলিয়ে মোট নয়টি গান ছিল। তার মধ্যে ‘জাদু’ একটি। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের সঙ্গে ফিউশন হয়েছে গানটি।

উল্লেখ্য, ‘শোনো’! ছিল হাবিবের প্রথম একক অ্যালবাম, যেখানে মোট নয়টি গান স্থান পেয়েছিল। ব্যতিক্রমী সুর, আধুনিক প্রযোজনা এবং বহুমাত্রিক ঘরানার মিশেলে অ্যালবামটি শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই অ্যালবামের গানকেই নতুন রূপে পরিবেশন করতে যাচ্ছেন হাবিব।

যদিও কোক স্টুডিও এখনো আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।