“সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি”

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে মসজিদে হারাম কর্তৃপক্ষ। তবে সৌদি সরকার এখনো অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি।

এর আগে গতকাল সকালে সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। তার ইন্তেকালের পরই শায়খ সালেহ বিন হুমাইদকে তার পদে (গ্র্যান্ড মুফতি) নিয়োগের কথা জানাল হারাম কর্তৃপক্ষ।

শায়খ সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত আলেম। গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি মসজিদুল হারাম এবং মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

এ ছাড়াও তিনি মজলিস আশ-শুরা (সৌদি পরামর্শক পরিষদ)-এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সভাপতির মতো উচ্চমর্যাদার দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।