“শিবগঞ্জের ৬২ পূজামণ্ডপ পেল তারেক রহমানের অনুদান “

বগুড়ার শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৬২টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম। এর মধ্যে ৫৮টি দুর্গাপূজা মণ্ডপ ও ৪ কাত্যায়নী পূজামণ্ডপে এ অনুদান দেওয়া হয়।

মীর শাহে আলম বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে সমানভাবে থাকে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে চাই। আমাদের প্রতিটি নেতাকর্মী আপনাদের ধর্মীয় উৎসবে পাশে থাকবে।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, সহসভাপতি নুরে আলম মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সাধারন সম্পাদক সুবীর কুমার দত্ত, শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারি শিবমন্দিরের সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান ও সাধারণ সম্পাদক মীর মুন।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।