হামাস অস্ত্র না ছাড়লে আমরাই নিরস্ত্র করব, ট্রাম্পের হুঁশিয়ারি

বিবিসি
আপডেট: ১৬ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে বলপ্রয়োগে ‘নিরস্ত্র’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আবারো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ও ‘শত্রুর সহযোগীদের’ বিরুদ্ধে অভিযান চলার পটভূমিতে এই মন্তব্য করেছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “হামাস যুক্তিসংগত সময়ের মধ্যে অস্ত্র না ছাড়লে আমরাই তাদের নিরস্ত্র করব। আর তা হবে বলপ্রয়োগে।” তবে তিনি বলেননি কখন বা কীভাবে এই পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পর তাঁর ঘোষিত ‘শান্তি পরিকল্পনা’—যার একটি শর্ত হামাসের অস্ত্রসমর্পণ—এর বাস্তবায়ন আরও অনিশ্চিত হয়ে পড়েছে, মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, হামাসের সঙ্গে এ ধরণের কোনো পূর্ণাঙ্গ সমঝোতা এখনো নেই।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল: ইসরায়েল আগেই জানিয়েছে, গাজায় কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা সহায়তা করেছে। অন্যদিকে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ইউনিট একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে, তারা গাজায় ‘শত্রুর সহযোগী’ হিসেবে বিবেচিত গোষ্ঠী ও মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালাবে।

গাজার বিভিন্ন এলাকায় শৃঙ্খলা রক্ষা এখন বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের বিমান হামলা না থাকলেও সাম্প্রতিক কয়েক দিনে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এছাড়া অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পিছমোড়া করে হাত বাঁধা সাতজনকে টেনে গাজার এক চত্বরে নেওয়া হয় এবং পরে তাদের পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। সংবাদমাধ্যম রয়টার্স এই ভিডিওটির সূত্রে জানিয়েছে, এটি গত সোমবার ধারণ করা হয়েছিল এবং হামাসেরই সদস্যরা ওই হত্যাকাণ্ডে লিপ্ত ছিল—বিবিসি ভিডিওটি যাচাই করে বলেছে এটি গাজা নগরীর একটি জংশনে ধারণ করা।

ট্রাম্পের সাম্প্রতিক উক্তি ও গাজার ভেতরকার রক্তক্ষয়ী সংঘাত—এই দুইয়ের মধ্যকার সংযোগ ও ভবিষ্যৎ দায়িত্বর প্রশ্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতি এখনও অস্থির এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় বেশকিছু খোলা প্রশ্ন রয়ে গেছে।

Check Also

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য একাদশে পরিবর্তনের আভাস, দলে ফিরছেন জাকের-সৌম্য

সংবাদ প্রতিবেদন:দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরম্যান্সে ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তান সিরিজ থেকে শুরু …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।