বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস! মাত্র ৩৫ বলেই সেঞ্চুরি—এবার এই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। দেশের ক্রিকেট ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি!
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং, চার–ছক্কার ঝড়ে প্রতিপক্ষ বোলারদের ছিন্নভিন্ন করে দেন হাবিবুর। একের পর এক শট—স্টেডিয়াম যেন থমকে দাঁড়ায় শুধু তার ব্যাটের ওপর।
প্রথম ২৪ বলে ৮৮ রান এবং বাকি ১২ রান তুলেছে ১১ বলে। সব মিলিয়ে—৩৫ বলে শতরান, যা ভেঙে দিল আগের সব রেকর্ড।
সেঞ্চুরির পর হাবিবুরের উদযাপনে উন্মাদনা ছড়িয়ে পড়ে দর্শক গ্যালারিতেও। সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস—মুহূর্তটা সত্যিই স্মরণীয়।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্দান্ত ইনিংস বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিং সংস্কৃতির নতুন পরিচয়। ভবিষ্যতে জাতীয় দলে তার জায়গা আরও শক্ত হবে বলেই আশা সবার।
৩৫ বলে সেঞ্চুরি—হাবিবুর রহমান লিখে দিলেন নতুন ইতিহাস। বাংলাদেশের ক্রিকেট পেয়েছে নতুন এক রেকর্ডধারী।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে