৩৫ বছর পর আজ চাকসুর ভোট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের প্রাণ ফিরে পাচ্ছে ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক চর্চা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নিচ্ছে। কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি মিলিয়ে মোট ৪০টি পদের জন্য ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের জন্য ৪৯৩ জন। মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন।

ভোট হবে ব্যালট পেপারে, গণনা হবে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে। ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় ও হল সংসদের সব পদের জন্য ভোট দিতে হবে। গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দেওয়ার নির্দেশনা থাকলেও কমিশন জানিয়েছে, ভোটাররা পর্যাপ্ত সময় পাবেন।

নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচটি অনুষদের পাঁচটি ভবনে ১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথ তৈরি করা হয়েছে। প্রতিটি কক্ষে ৪০০ থেকে ৫০০ ভোটার ভোট দেবেন। নিরাপত্তা নিশ্চিতে ৯০টি সিসিটিভি ক্যামেরা ও ২০টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ব্যালট পেপারে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড, যা ওএমআর মেশিন শনাক্ত করতে পারবে। ব্যালট ছাপানো হচ্ছে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে।

নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে আছে র‍্যাব, পুলিশ, এপিবিএন, বিজিবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যসহ মোট ১ হাজার ৭০০ জন। র‍্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, “ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আশা করছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট শেষ হবে।”

লজিস্টিক সহায়তা

শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বাড়ানো হয়েছে শাটল ট্রেনের সংখ্যা। আজ মোট ১১ বার বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করবে ট্রেন। পাশাপাশি চলবে ১৫টি বাস।

নির্বাচনের তাৎপর্য

চাকসুর এই সপ্তম নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই মনে করছেন, নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বে এলে শিক্ষার্থীদের নানা সমস্যা দ্রুত সমাধান হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। তার আগে আরও পাঁচবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল—১৯৭০, ১৯৭২, ১৯৭৪, ১৯৮১ সালে।

Check Also

“নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না” — এনসিপিকে ফারুকের সতর্ক বার্তা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।