৩১ দফাই জাতির মুক্তির সনদ — রাশেদুল আহসান রাশেদ

সাভারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই জাতির মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-১৯ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সাভারের থানা রোডের টপ ক্লাস পার্টি সেন্টারে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদুল আহসান রাশেদ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শহীদুল ইসলাম সোহাগতুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খান এবং সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন

সভায় বক্তারা বলেন, সময় এসেছে মাঠে নামার, ঐক্যবদ্ধ হওয়ার এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। তারা আগামি জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাভার ও ঢাকা জেলার যুবদল, ছাত্রদল, ওলামা দল এবং কোকো যুব ও ক্রীড়া সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।