বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা গেলেও, এই মুদ্রাগুলো সম্পূর্ণরূপে বৈধ এবং স্বীকৃত—বলেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কাগুজে নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও দেশে বৈধ মুদ্রা হিসেবে গণ্য হয়। ফলে এই মুদ্রা গ্রহণে অনীহা বা অস্বীকৃতি দেশের প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে ছোট লেনদেনে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ১ ও ২ টাকার ধাতব মুদ্রা নিতে চান না, যা একটি উদ্বেগজনক প্রবণতা। অথচ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রতিটি বৈধ মুদ্রা, তা ধাতব হোক বা কাগুজে, আইনের চোখে সমানভাবে গ্রহণযোগ্য।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক দেশের সব শ্রেণির নাগরিক, ব্যবসায়ী, দোকানি এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ধাতব মুদ্রা ব্যবহারে সচেতন ও উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাজারে লেনদেনের স্বচ্ছতা ও সহজতা বজায় রাখতে সকল ধরনের বৈধ মুদ্রার ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।