আগামী ১৭ অক্টোবর থেকে দেশের ২৯টি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এই বৃষ্টি ২৩ অক্টোবর পর্যন্ত থাকতে পারে।
বিডব্লিউওটি জানায়, বিশেষ করে উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার ও বান্দরবান জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ও ঢাকা বিভাগের কিছু জেলাসহ মোট ২৯টি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় একসাথে বৃষ্টি নাও হতে পারে—এটি বিভিন্ন জায়গায় সীমিত পরিসরে হতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বিডব্লিউওটি সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানের বাসিন্দাদের জন্য বাড়তি সাবধানতা প্রয়োজন।