বরিশালের বেলতলা এলাকায় হেলে পড়া ভবনসহ পাশাপাশি থাকা দুটি ভবনেই কাঠামোগত ত্রুটি পেয়েছে সিটি করপোরেশন। তদন্তে দেখা গেছে—কোনো ভবনই পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়নি, এমনকি হেলে পড়া ভবনটি প্ল্যানের বাইরে গিয়ে পাঁচতলা পর্যন্ত তোলা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশনের টিম ভবন দুটি পরিদর্শন করে প্রাথমিকভাবে জানায়—দুটি ভবনের মাঝখানে পাঁচ ফিট ফাঁকা রাখার নিয়ম থাকলেও মালিকেরা সীমানা ঘেঁষে নির্মাণ করেছেন। এতে এক ভবনের চাপ অপর ভবনের স্যানেটারি লাইনে ক্ষতি করেছে। তবে কোন ভবনটি আসলে হেলে পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ভূমিকম্পের কারণে ভবন হেলে পড়েছে কি না তা এখনো পরিষ্কার নয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে।
এর আগে ২৩ নভেম্বর স্থানীয়রা একটি ভবনকে অপরটির দিকে হেলে পড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালিকদের ধারণা—সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবেই ভবনটি হেলে গেছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে