হামাসের কাছ থেকে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর


ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার রাতে মরদেহটি রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরে মরদেহটি তেল আবিবের ফরেনসিক মেডিকেল কেন্দ্রে নেওয়া হয়, যেখানে মরদেহবাহী বহরকে সম্মান জানিয়ে স্যালুট দেন ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মরদেহটি শনাক্তের প্রক্রিয়া চলছে। এখনো আনুষ্ঠানিকভাবে এটি কোন জিম্মির মরদেহ তা নিশ্চিত করা হয়নি।


যুদ্ধবিরতির আওতায় মরদেহ হস্তান্তর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার আওতায় এই মরদেহ হস্তান্তর করা হয়। এই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস এখন পর্যন্ত ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ৯টি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে।

ইসরায়েল দাবি করছে, হামাসের কাছে এখনও ২৮ জন জিম্মির মরদেহ রয়েছে। অন্যদিকে হামাস বলছে, ধ্বংসস্তূপে চাপা পড়া মরদেহ খুঁজে বের করাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।


হামাসের প্রতিক্রিয়া

হামাসের উচ্চপদস্থ নেতা গাজি হামাদ বলেছেন, “মরদেহ হস্তান্তরের বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ। গাজায় ব্যাপক ধ্বংস এবং দখলদার শক্তির (ইসরায়েল) কার্যক্রমের কারণে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। তবে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।”

ইসরায়েলের হুমকির জবাবে তিনি বলেন, “এগুলো অগ্রহণযোগ্য চাপ তৈরির কৌশল। আমাদের সদিচ্ছা রয়েছে, কিন্তু বাস্তবতা কঠিন।”


তুরস্কের সহযোগিতা

মরদেহ উদ্ধারে সহযোগিতার জন্য তুরস্ক একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে, যাদের গাজায় প্রবেশের অপেক্ষায় রাখা হয়েছে। তবে ইসরায়েল এখনো সেই দলের প্রবেশের অনুমতি দেয়নি।

তুর্কি এক কর্মকর্তা এএফপিকে বলেন, “আমরা আশা করছি রোববারের মধ্যে আমাদের দল গাজায় ঢুকতে পারবে। তাদের কাজ হবে ফিলিস্তিনি নাগরিক ও জিম্মিদের মরদেহ উদ্ধারে সহায়তা করা।”

হামাসের একটি সূত্র জানিয়েছে, তুর্কি প্রতিনিধিদলকে গাজায় ঢুকতে দেওয়ার ব্যাপারে ইসরায়েল ইতিবাচক সাড়া দিতে পারে বলে আশা করা হচ্ছে।


ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার

হামাস-নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ২৮০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক মরদেহ এখনো নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্পাদনা: আন্তর্জাতিক ডেস্ক |

Check Also

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য একাদশে পরিবর্তনের আভাস, দলে ফিরছেন জাকের-সৌম্য

সংবাদ প্রতিবেদন:দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরম্যান্সে ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তান সিরিজ থেকে শুরু …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।