স্মরণকালের সর্বনিম্ন ফলাফল যশোরে

যশোর, ১৬ অক্টোবর ২০২৫:
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে এবার বড় ধাক্কা লাগলো। পাসের হার হয়েছে মাত্র ৫০ দশমিক ২০ শতাংশ, যা এই বোর্ডের ইতিহাসে স্মরণকালের মধ্যে সবচেয়ে কম


কী কারণে এমন ফলাফল?

বোর্ড কর্মকর্তাদের মতে, আগে যেসব ভেন্যু বা কেন্দ্র পরীক্ষার জন্য ব্যবহার করা হতো, সেগুলো এবার বাদ দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো হয়েছে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত পরিবেশে। তারা বলছেন, এতে প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে, যদিও অনেকেই একে ফলাফল “বিপর্যয়” বলছেন।


কতজন জিপিএ-৫ পেয়েছে?

এ বছর যশোর বোর্ড থেকে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে:

  • বিজ্ঞান বিভাগে – ৩,৩৮১ জন
  • মানবিক বিভাগে – ২,১৭৯ জন
  • ব্যবসায় শিক্ষা বিভাগে – ৪৩৫ জন

কোন জেলায় কেমন ফল?

পাসের হারের দিক থেকে যশোর জেলা কিছুটা ভালো করেছে (৫৮.২৫%), তবে মাগুরা ছিল সবচেয়ে খারাপ অবস্থানে (মাত্র ৩৭.৪৬%)।

বিভিন্ন জেলার পাসের হার:

  • যশোর – ৫৮.২৫%
  • খুলনা – ৫৩.৯৮%
  • সাতক্ষীরা – ৫২.৬৪%
  • চুয়াডাঙ্গা – ৫০.৩৫%
  • কুষ্টিয়া – ৪৮.৮৫%
  • মেহেরপুর – ৪৮.৫১%
  • নড়াইল – ৪৬.৪৬%
  • ঝিনাইদহ – ৪৫.০৭%
  • বাগেরহাট – ৪১.৮৫%
  • মাগুরা – ৩৭.৪৬% (সর্বনিম্ন)

মোট পরীক্ষার্থী ও পাসের সংখ্যা

  • মোট পরীক্ষার্থী: ১,১২,৫৭৪ জন
  • পাস করেছে: ৫৬,৫০৯ জন

এদের মধ্যে:

  • বিজ্ঞান বিভাগ: ২১,১৮০ জন অংশ নিয়ে ১৫,৯৩১ জন পাস করেছে
  • মানবিক বিভাগ: ৭৮,৯৯৯ জন অংশ নিয়ে ৩৪,০০৩ জন পাস করেছে
  • ব্যবসায় শিক্ষা: ১২,৩৯৫ জন অংশ নিয়ে ৬,৫৭৫ জন পাস করেছে

বোর্ডের বক্তব্য

ফলাফল ঘোষণা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। তিনি বলেন,

“এই ফলাফলে কারও মন খারাপ করার কিছু নেই। আমরা চেষ্টা করেছি প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম ছাড়া একটি স্বচ্ছ পরীক্ষা নিতে। এ কারণেই প্রকৃত মেধাবীদেরই ভালো ফল হয়েছে।”


যশোর বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৫০.২০%। যদিও এটা অনেক কম, তবে বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি সঠিক ও স্বচ্ছ মূল্যায়নের ফলাফল।

Check Also

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন ক্রিকেটার মারুফা

নিজস্ব প্রতিবেদকতারিখ: ১৬ অক্টোবর ২০২৫ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশের নারী জাতীয় …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।