চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃ*ত্যু হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) উপজেলার নবকলস গ্রামে নানার বাড়িতে মারা যান তিনি।
শারমিন আক্তার মতলব পৌরসভার নিলক্ষ্মী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে। তার স্বামী রাজু পাটোয়ারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারীর বাড়ির সন্তান; তাদের বিয়ে হয়েছিল দুই বছর আগে। দু’মাস আগে রাজু হঠাৎ স্ট্রোক করে মারা যান।
শারমিনের বাবা মো. হান্নান মীর জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় টয়লেটে যাওয়ার সময় মেয়েকে সাপে কামড় দেয়। এরপর কবিরাজের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করান। অসুস্থতার অবস্থা গুরুতর হওয়ায় ২ অক্টোবর চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনমসহ চিকিৎসা করানো হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও সোমবার সকালে শারমিন নানার বাড়িতে মা*রা যান।
তিনি আরও বলেন, “আজ আল্লাহ আমার মেয়েকে তুলে নিলেন। তার ৯ মাসের একটি কন্যাসন্তান আছে।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে