দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম । সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল বলেন—নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কমিশন শতভাগ প্রস্তুত আছে। তিনি বলেন—নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দেশও সঠিক পথে এগোবে। আর এই নির্বাচনই ঠিক করে দেবে দেশের আগামী ৫ বছরের দিকনির্দেশনা।
একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানান—ভোটকে উৎসব হিসেবে দেখুন, মাঠে আসুন, জনগণের সঙ্গে কথা বলুন। নির্বাচন কমিশন আপনাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
কমিশনার আরও বলেন—কোনো প্রকার সহিংসতা, নাশকতা কিংবা ভোটের পরিবেশ নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসী চায় শান্তিপূর্ণ নির্বাচন। আমরাও চাই। তাই সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
শেষে তিনি বলেন—এদেশ আমাদের সবার। তাই আসন্ন নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল আচরণে সুষ্ঠু নির্বাচন হলে—এদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে