বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ উৎসবের। জনপ্রিয় বিনোদন কেন্দ্র স্টার সিনেপ্লেক্স আয়োজন করছে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’, যা চলবে ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজনে তার নির্মিত চারটি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে—‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। সিনেমাগুলো প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায়।
দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার—একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি।
‘দারুচিনি দ্বীপ’ নির্মিত হয়েছে হুমায়ুন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে, যা পরিচালনা করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পায়।
একই বছর মুক্তি পায় তার রম্যনির্ভর সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’, যেখানে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, তানিয়া আহমেদ, দিতি ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
২০০৮ সালে মুক্তি পায় ‘আমার আছে জল’, যেখানে অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন।
হুমায়ুন আহমেদের শেষ নির্মিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল ৮৫তম অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,
“আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ুন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা সত্যিই অনন্য। দর্শকদের পাশাপাশি আমাদেরও তার প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তাকে বিশেষভাবে স্মরণ করতে চাই।”
তিনি আরও বলেন,
“আশা করি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন। যারা আগে বড় পর্দায় এসব সিনেমা দেখতে পারেননি, তাদের জন্য এটি হবে এক অনন্য সুযোগ। হুমায়ুন আহমেদের সিনেমা মানেই এক বিশেষ আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করতে পারছি বলে আমরা আনন্দিত।”
এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে