সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকার ধামরাইয়ে একটি খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম (৫) ও ইয়াছিন (সাড়ে ৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পৌরশহরের ছোট চন্দ্রাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু মামাতো-ফুপাতো ভাই। রাহিম বেড়াতে এসেছিল মামার বাড়িতে, আর ইয়াছিন সেখানে তার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার উদ্দেশ্যে একসঙ্গে বাসা থেকে বের হয় রাহিম ও ইয়াছিন। সন্ধ্যার পরও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে এক প্রতিবেশীর খোলা সেপটিক ট্যাংকে তাদের নিথর দেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুরা সেপটিক ট্যাংকে পড়ে যায়। রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি অবহেলার ফল বলেও মন্তব্য করেছেন অনেকে।

Check Also

আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত

ঢাকার আশুলিয়ায় প্রসূতি শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুর প্রতিবাদে চতুর্থ দিনও শ্রমিকদের বিক্ষোভ চলছে। শনিবার (১৮ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।