ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫:
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে, একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন। ফলে মোড়টির একাংশে যানচলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।
প্রতিবাদকারীরা বলছেন, সংশ্লিষ্ট আইনটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত করবে। এ বিষয়ে দ্রুত সংশোধনের দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
এ বিষয়ে এখনো কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলন চলমান রয়েছে, বিস্তারিত তথ্য আসছে…