নিজস্ব প্রতিবেদক
ঢাকা || প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আগের দিনই হয়েছিল বদলির আদেশ
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ (সুপারনিউমারারি পুলিশ সুপার) এবং একই পদে থাকা মো. জাহিদুর রহমানকে দুদকে পরিচালক হিসেবে প্রেষণে বদলি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত উল্লিখিত কর্মকর্তাদের মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে প্রেষণে দুদকে পদায়নের আদেশ জারি করা হয়। এ আদেশেও বলা হয়েছিল, জনস্বার্থে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
২৪ ঘণ্টার মধ্যেই আদেশ বাতিল
তবে বদলির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা বাতিল করল সরকার। নতুন প্রজ্ঞাপনে সংক্ষেপে বলা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ১৪ অক্টোবর ২০২৫ তারিখে জারিকৃত সংশ্লিষ্ট আদেশ বাতিল করা হলো।”
কারণ অনুল্লিখিত
কেন হঠাৎ করে বদলির আদেশ বাতিল করা হলো—তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। তবে প্রশাসনিক সূত্র বলছে, বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।