সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এই নোটিশ রোববার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিলেটের সিভিল জজ ইমরান হোসেন দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, রোববার এই আসনের নির্বাচনী কমিটিতে একটি ভিডিও ফুটেজ আসে, যা ফেসবুকের সুফি আলম সোহেল নামের অ্যাকাউন্টে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, জামায়াত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুফি আলম সোহেলের বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন। সভায় সুফি আলম সোহেলও প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কমিটি স্বপ্রণোদিতভাবে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
নোটিশে আরও বলা হয়েছে, এই ধরনের গণসংযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ৪ ও ১৮ ধারার লঙ্ঘন হিসেবে ধরা হয়েছে। ১৮ ধারার মোতাবেক, ২২ জানুয়ারির আগে প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা করার বৈধ সুযোগ নেই।
অতএব, প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম এবং সুফি আলম সোহেলকে ২৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সময় তারা ব্যাখ্যা দেবেন কেন প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ বিধিমোতাবেক অন্যান্য আইনি ব্যবস্থা এবং সুফি আলম সোহেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। অন্যথায়, বিধিমোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জামায়াত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম জানিয়েছে, তিনি নোটিশের বিষয়টি অবগত আছেন এবং যথাযথভাবে জবাব দেবেন।
এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে সুনামগঞ্জের নির্বাচনী পরিবেশে স্বচ্ছতা নিশ্চিত করতে চাওয়া হচ্ছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে