সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন

খেলা ডেস্কপ্রকাশ: ১১ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ আজ মুখোমুখি হচ্ছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। ৩ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে থাকা আফগানরা আজ জিতলেই টানা তৃতীয় ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে। অন্যদিকে আবুধাবির শুষ্ক ও ধীরগতির উইকেটে স্পিন-নির্ভর কৌশলে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ।

সম্ভাব্য একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত

প্রথম ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন ওপেনার তানজিদ হাসান (১০) ও অভিষিক্ত সাইফ হাসান (২৬)। ভিসা জটিলতা কাটিয়ে মোহাম্মদ নাঈম দলে যোগ দিলেও আজও তানজিদ-সাইফ জুটিকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে।

৩ নম্বরে খেলবেন অধারাবাহিক নাজমুল হোসেন শান্ত। গত ম্যাচে ২ রানে ফিরলেও আজ তাঁর কাছ থেকে বড় ইনিংস চাইবে দল।

মিডল অর্ডারে যথারীতি থাকছেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) ও জাকের আলী। উইকেটকিপার হিসেবে নুরুল হাসান আরেকটি সুযোগ পেতে পারেন। যদিও তাঁর জায়গায় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্পিনে ভরসা, ফিরছেন মোস্তাফিজ?

আবুধাবির উইকেট বিবেচনায় একাদশে বাড়তি স্পিনার নেওয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি খেলতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গে।

পেস আক্রমণে নিশ্চিতভাবে ফিরছেন মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে পেস ইউনিটে থাকতে পারেন তানজিম হাসান। তবে যদি তিন পেসার খেলানো হয়, তাহলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ বা নাহিদ রানা—এদের মধ্যে একজন জায়গা পেতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১. তানজিদ হাসান
২. সাইফ হাসান
৩. নাজমুল হোসেন শান্ত
৪. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
5. তাওহিদ হৃদয়
6. জাকের আলী অনিক
7. নুরুল হাসান সোহান (উইকেটকিপার)
8. তানভীর ইসলাম
9. রিশাদ হোসেন / তাসকিন আহমেদ
10. মোস্তাফিজুর রহমান
11. তানজিম হাসান সাকিব

বাংলাদেশ আজ ভরসা রাখবে তরুণদের ওপর এবং অভিজ্ঞদের কাছ থেকে চাইবে দায়িত্বশীল পারফরম্যান্স। সিরিজে টিকে থাকতে হলে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দরকার সমন্বিত সাফল্য।

Check Also

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই বিপাকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের মাত্র …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।