📍 স্বাস্থ্য প্রতিবেদক | ১৩ অক্টোবর ২০২৫
সারা দেশে দ্বিতীয় দিনের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে জাতীয়ভাবে মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার, যার আওতায় প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর বিনা মূল্যে এই টিকা পাবে।
রোববার (১৩ অক্টোবর) সকাল থেকে রাজশাহী, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,
🔹 ১২–৩০ অক্টোবর: বিদ্যালয়ে টিকা দেওয়া হবে
🔹 ১–১৩ নভেম্বর: টিকা দেওয়া হবে কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় কেন্দ্রে
নিবন্ধন প্রক্রিয়া:
ভ্যাকসিন গ্রহণে নিবন্ধনের জন্য vaxepi.gov.bd/registration/tcv
ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নিকটস্থ টিকাকেন্দ্রে সরাসরি গিয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে।
টিকা সরবরাহ ও সহযোগিতা:
এই কর্মসূচিতে ব্যবহৃত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) সরবরাহ করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভি সরকারের সঙ্গে যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য— সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুদের টাইফয়েডজনিত জটিলতা থেকে রক্ষা করা।