সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

ঢাকার সাভারে শনিবার (১৫ নভেম্বর) ৫ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন লাগে। দুর্ভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাত সাড়ে ৩টার দিকে রাজ ফুলবাড়িয়া স্ট্যান্ডের পশ্চিম পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় পার্কিং করা আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

বাস মালিক মো. এনামুল হক জানান, আগুনে বাসের ভেতরের আসন ও অংশ পুড়ে গেছে। সাভার ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। গেন্ডা এলাকার বাস চালক মো. সেলিম বলেন, আগুনের তাপে ঘুম ভেঙে চিৎকার করতে করতে বাস থেকে বের হন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। একটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।”

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটি অগ্নিসংযোগের ঘটনা মনে হচ্ছে। কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।