সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ দাখিল

গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর শাইখ মাহদী এ অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে জিয়াউল আহসানের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। অভিযোগগুলোর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম, নির্যাতন এবং শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গুমসংক্রান্ত একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১। গত ১১ ডিসেম্বর এ আদেশ দেওয়া হয়।

এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন—মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এদের মধ্যে জিয়াউল আহসান বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

এ ছাড়া শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আগামী ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। ওই মামলাতেও জিয়াউল আহসানকে আসামি করা হয়েছে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।