সাদ্দামের জামিনে স্বস্তি নেই পরিবারে, মায়ের আক্ষেপ—‘এই জামিন দিয়ে কী হবে?’

স্ত্রী ও শিশু সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের জামিনের খবরে পরিবারে কোনো স্বস্তি বা আনন্দ নেই। বরং শোক, ক্ষোভ আর আক্ষেপেই ভরা স্বজনদের কণ্ঠ। তাঁদের প্রশ্ন—স্ত্রী-সন্তান বেঁচে থাকতে যখন জামিন পাওয়া গেল না, তখন এই জামিনের অর্থই বা কী?

সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ সাদ্দামের জামিন মঞ্জুর করেন। তাঁর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তবে জামিন পেলেও একাধিক মামলায় আটক থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না সাদ্দাম।

এর আগে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে তাঁর স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ময়নাতদন্ত শেষে মা ও শিশুর মরদেহ স্বর্ণালীর বাবার বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

সাদ্দামের মা দেলোয়ারা একরাম কণ্ঠ ভারী করে বলেন,
“জামিন হইছে—ভালো কথা। আগেও জামিন চাইছি, আগেও জামিন হইছে, কিন্তু ছেলে বের হতে পারে নাই। এখন জামিন হওয়া আর না হওয়া এক কথা। বাড়ি আসলে তো সে শুধু ছেলে-বউয়ের কবরই দেখবে। তাই এই জামিন দিয়ে কী হবে?”

সাদ্দামের শ্বশুর ও জাতীয় পার্টির নেতা রুহুল আমীন হাওলাদার বলেন, জামিন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন, তবে স্ত্রী-সন্তানের মৃত্যুর সময় প্যারোলে মুক্তি না দেওয়াকে তিনি অমানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এ বিষয়ে রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চান তিনি।

প্যারোলে মুক্তির জন্য আবেদনকারী সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন জানান, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। জামিনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানালেও পরিবারের কষ্ট কমেনি। একই সুর শোনা যায় সাদ্দামের শ্যালক শাহনেওয়াজ আমিন শুভর কণ্ঠেও। তিনি বলেন, “এই জামিন দিয়ে কী হবে? এ দেশে সবই নাটকীয়তা।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাদ্দাম আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে একাধিক মামলায় তিনি কারাগারে আছেন।

জামিনের আদেশ এলেও বাস্তবতায় তা যেন শোকাহত পরিবারটির কাছে অর্থহীন—কারণ কারাগার থেকে মুক্ত হলেও সাদ্দামের জীবনে ফিরে আসবে না হারানো স্ত্রী ও শিশু সন্তান।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।