তারিখ: ১৩ অক্টোবর ২০২৫ | স্থান: শিক্ষা ভবন, ঢাকা
ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আজ সোমবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন শত শত শিক্ষার্থী। তাঁরা ঘোষণা দিয়েছেন, দাবি মানা না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না।
📌 প্রেক্ষাপট:
২০১৭ সালে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় প্রস্তুতিহীনভাবে।
২০২৫ সালের জানুয়ারিতে এই অধিভুক্তি বাতিল করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার।
এরপর থেকেই প্রশাসনিক ও একাডেমিক অস্থিরতা চলছে।
📋 প্রস্তাবিত কাঠামো অনুযায়ী:
বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
সাতটি কলেজ হবে এর একাডেমিক ক্যাম্পাস।
প্রত্যেক ক্যাম্পাসে নির্দিষ্ট বিষয়ে (ডিসিপ্লিন) পাঠদান হবে।
বিষয় সংখ্যা কমে যাবে।
🧑🎓 শিক্ষার্থীদের দাবি:
দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
প্রশাসনিক অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার স্থবিরতা বন্ধ করতে হবে।
🧑🏫 শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিরোধ:
অনেকে নতুন বিশ্ববিদ্যালয়ের পক্ষে, আবার অনেকেই বিপক্ষে।
উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা কলেজ কাঠামো অক্ষুণ্ন রাখার দাবিতে আন্দোলন করছেন।
ইডেন কলেজের অনেক ছাত্রী খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন।
🏛️ শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান:
৬ হাজারের বেশি মতামত জমা পড়েছে অধ্যাদেশের খসড়া নিয়ে।
সেগুলো যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে।
শিগগিরই শিক্ষক-শিক্ষার্থীসহ অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা হবে।
অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত অধ্যাদেশ প্রণয়নের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।